নওগাঁর রাণীনগরে বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিকটন মাছ উৎপাদন হচ্ছে। গত ২০১৭-১৮ অর্থ বছরে এ উপজেলায় ৫ হাজার ৩৮৯ মেট্রিকটন মাছ উৎপাদিত হয়েছে। উৎপাদিত মাছে উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৬১২ মেট্রিকটন মাছ রপ্তানি করা হয়েছে। সরকারীভাবে মৎস্য চাষীদের প্রযুক্তিগত প্রশিক্ষন এবং বিভিন্ন সভা সেমিনার ও ঋণ দিয়ে মাছ চাষে উদ্বুদ্ধ করাসহ নানা কারণে এ উপজেলায় বিগত সময়ের চাইতে মাছের উৎপাদন বেড়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে কর্মসূচীর অংশ হিসেবে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান,রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান। এ সময় মৎস্য সপ্তাহ উদ্যাপনে নানা কর্মসূচীর কথা তুলে ধরেন তিনি।“মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার দুপুরে রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অডিটোরিয়াম হলরুমে সাংবাদিক সম্মেলন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মৎস্য অফিসের অফিস সহকারী আবদুল হাকিম,ক্ষেত্র সহকারী কাঞ্চন কুমার হালদার,আইনুল হকসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দু।