‘পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টি সম্মত খাবার’-এ প্রতিপাদ্য নিয়ে গত সোমবার থেকে পাবনার চাটমোহরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। স্থানীয় সরকারি আরসিএন এ- বিএসএন মডেল পাইল হাইস্কুল মাঠ বালুচরে মেলার উদ্বোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন। উপজেলা প্রশাসনের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষমেলা জমে উঠেছে। মেলায় ৪০টি নার্সারীর ৩১ টি স্টল বসেছে। প্রতিদিন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মেলায় এসে গাছ কিনছেন। জান্নাতি নার্সারী মালিক হজরত আলী জানালেন আশানুরূপ গাছ বিক্রি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামছে। প্রত্যেকেই কোন না কোন গাছ কিনছেন। ,, নার্সারীর মালিক জানালেন,আম,পেয়ারা ও মেহগণি গাছের চারার চাহিদা বেশী। বিক্রিও হচ্ছে বেশ। মেলায় ,, সহ অসংখ্য ফল,ফুল ও বনজ গাছের চারার সমারোহ ঘটেছে। বসেছে বিনোদনের জন্য নাগরদোলা। রকমারী দোকানপাট। প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান রশীদ হোসাইনী জানালেন,এবারে ২০ লাখ টাকার গাছ বিক্রি হতে পারে। আগামীকাল শুক্রবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।