‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহের। এ উপলক্ষে গতকাল বুধবার পাবনার চাটমোহর উপজেলা মৎস্য দপ্তর গণমাধ্যম ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচীস্তবায়ন কলাকৌশলসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা সিনিয়র সৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। আলোচনায় অংশ নেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক,প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,রিপোর্টার ইউনিটির সভাপতি বেলাল হোসেন স্বপন,সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ,মোঃ রেজাউল করিম দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,শাহীন রহমান প্রমূখ।