বাগেরহাটের চিতলমারী উপজেলায় পেঁয়াজের ভিশন ঝাঁজ এক লাফেই বেড়ে ৪০টাকায় কেজি দাঁড়িয়েছে।। মঙ্গলবার(১৬জুলাই) সদর বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন আগামি ঈদের বাজারে পেঁয়াজের দাম আরো দ্বিগুনেরও বেশি বেড়ে প্রতিকেজি একশ টাকা ছাড়িয়ে যাবে। এটা হলে চরম ভোগান্তির শিকার হতে হবে বলে আশংঙ্খা প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার সকালে কাঁচা বাজার করতে আসা আনিচুর রহমান বলেন,‘পেঁয়াজের বাজারে ভীষণ ঝাঁজ ভাই! ২০ টাকার পেঁয়াজ আজ ৪০ টাকা। আমরা স্বল্প আয়ী মানুষ- কনে যাবো, কী খাবো- বুঝতি পাত্তিছি নে!’
চিতলমারী উপজেলা সদর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সরোজান জানান, গৃহস্থদের কাছ থেকে এ বছর বেশি দামে পেঁয়াজ কিনে এখানের বাজারে আনতে হচ্ছে। দাম বেশি হওয়ার কারণ- ঝড়-বৃষ্টিতে যথাযথভাবে পেঁয়াজ গৃহস্থেরা সংরক্ষণ করতে পারেনি। এই দাবীতে গৃহস্থেরা দাম বাড়িয়ে দিয়েছেন। তিনি জানান, গত সোমবার ফরিদপুরের ভাঙ্গার হাট থেকে প্রতি মণ পেঁয়াজ ১২শ ৫০ টাকা দরে তিনি কিনেছেন। অর্থাৎ প্রতিকেজি পেঁয়াজের কেনা দাম ৩০ টাকা। এর সাথে যাতায়াতসহ আনুসঙ্গিক খরচ মিটিয়ে চিতলমারী বাজারে তিনি ভাল মানের প্রতিকেজি পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি করছেন।