ক্রিকেটজ¦রে আক্রান্ত বিশ্ব। এবার বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ট্রোলড করেছেন আইসিসিকে। বলা বাহুল্য, নিউজিল্যান্ড-ইংল্যান্ড ফাইনালের শেষ অংশ নিয়েই এই টুইট।
অমিতাভ বচ্চন একটি মজার টুইটে বলেছেন, ‘আপনার কাছে ২০০০ টাকা আছে। আমার কাছেও রয়েছে ২০০০ টাকা। আপনার কাছে ২০০০ টাকার একটি নোট। আমার কাছে ৫০০ টাকার চারটি নোট। তাহলে কে বড়লোক? আইসিসি জবাব দেবে, যার কাছে ৫০০'র চারটি নোট রয়েছে সেই বেশি বড়লোক।’
উল্লেখ্য, শেষ ওভারে ওভার থ্রোর কল্যাণেইংলিশ স্কোর শিটে যে ছয় রান যোগ হয়েছে, তার যৌক্তিকতা নিয়ে ক্রিকেট বিশ্ব আজ দু ভাগে বিভক্ত। শুধু কি তাই! সুপার ওভারে ম্যাচ টাই হবার পর যে ভৌতিক নিয়মে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, তা নিয়েও আপত্তি তুলেছেন অনেকেই।
বেশি বাউন্ডারি মারার যুক্তিতে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাই অমিতাভ বচ্চনও এভাবেই ব্যঙ্গ করলেন আইসিসিকে।