ধামইরহাটে নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ১ম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি ২৮ জুলাই সম্মেলনকে কেন্দ্র করে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই দুপুর ১২ টায় উপজেলা আ.লীগ সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিস্তারিত দিক নির্দেশণা প্রদান করে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহনাজ মালেক। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা মহিলালীগের আহ্বায়ক আঞ্জুয়ারা, মহিলালীগনেত্রী আরজিনা,পৌর মহিলালীগের সভানেত্রী কুলসুম বেগম প্রমুখ।