বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো, দপ্তর সম্পাদক এফকে ফারুক, সদস্য নাজির হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আবদুর রাজ্জাক প্রমূখ। মত বিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।