এইচএসসি পরীক্ষায় ফলাফলে পাসের হারে এগিয়ে বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ। বুধবার প্রকাশিত ফলাফলে ৬২.০২ শতাংশ পাসের হার নিয়ে উপজেলার প্রথম স্থানে রয়েছে সরকারি মহিলা ডিগ্রী কলেজ।
দুপুর ১ টায় কলেজ চত্বরে নোটিশ বোর্ডে ফলাফল টাঙিয়ে দেওয়া হয়। ফলাফল দেখেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। সন্তানরা ভালো ফল করায় অনেক অভিভাবক ও শিক্ষকও শরিক হন সেই আনন্দে। শিক্ষার্থীদের কেউ কেউ ‘ভি চিহ্ন’ দেখিয়ে আবার কেউ সেলফি তুলে আনন্দ করছে। তবে প্রত্যাশিত ফলাফলে অনেকের চোখে ছিল আনন্দাশ্রু। প্রত্যাশিত ফল করতে না পারায় অনেকেই ভেঙে পড়েন কান্নায়।
জানা গেছে, বরাবরে মতো এবারো শীর্ষে রয়েছে সরকারি মহিলা ডিগ্রী কলেজ। এইচএসসি পরীক্ষায় সরকারি মহিলা ডিগ্রী কলেজ থেকে ২৫৮ জনের মধ্যে ১৬০ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ পেয়েছে ২ জন। এদিকে মনসুর হোসেন ডিগ্রী কলেজে থেকে ২৪১ জনের মধ্যে ১২৩ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ পেয়েছে ৩ জন, ফলাফলে ৫১.০৪ শতাংশ পাসের হার। হাটকড়ই ডিগ্রী কলেজ থেকে ১২৭ জনের মধ্যে ৭৬ জন পাস করেছে।
সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ওসমান গণি সরকার বলেন, বরাবরে মতো এবারো শীর্ষ হয়েছে সরকারি মহিলা ডিগ্রী কলেজ। প্রতিটি শিক্ষার্থী পড়াশোনায় অনন্য। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সন্মিলিত প্রচেষ্টার ফসল এটি। আশা করছি, ভালো করা শিক্ষার্থীরা সুন্দর মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে।