রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর হাট সংলগ্ন জেলা পরিষদের বেদখল হয়ে যাওয়া ২ কোটি টাকা মুল্যের জমি অবশেষে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে গড়ে উঠা আধা পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এর আগে জেলা পরিষদ ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিশ দিয়ে প্রস্তাবিত মার্কেট নির্মানের সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছিল। জেলা পরিষদের কয়েকজন অসাধু কর্মচারীদের যোগসাজসে জমিটি আবারো বেদখল হয়ে যায়। উল্লেখ্য, বর্নিত জমিটি সৌর্য্যুয়া লাল চৌহান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বাসা ও ৬টি দোকান ঘর নির্মান অবৈধভাবে দখল করে রেখেছিল। এ ছাড়াও জমিটিতেই অপর দখলদার মজিবর রহমান একটি বাসা, ৫টি দোকারঘর এবং শহীদ গাছু নামে এক ব্যক্তিও বাসা ও ২টি দোকানঘর নির্মান করে। গত বছর সৌর্য্যুয়া লাল চৌহান তার দখলকৃত জমির কয়েকটি দোকানের পজেশন মোটা অংকের টাকায় বিক্রি করলে ক্রেতারা পাকা দোকানঘর নির্মান শুরু করে। এ নিয়ে স্থানীয়ভাবে বিরোধ দেখা দিলে গত বছরের ৮ আগস্ট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম, জেলা পরিষদের সার্ভেয়ার, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের মেম্বার রিয়াজুল ইসলাম রনিসহ কয়েকজন এসে বেদখল হয়ে যাওয়া ১৩ শতক জমির অবৈধ দখলকারীদের ৭ দিনের মধ্যে উচ্ছেদের নোটিশ দেন। এরপর সেখানে প্রস্তাবিত মার্কেট নির্মানের লক্ষে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়। কিন্তু সাইনবোর্ড টাঙ্গানো থাকলেও উল্টো জমিটি আবারো উল্লেখিতরা তাদের দখলে নেয়। অবৈধ দখলদার মফিদুল ইসলাম বলেন, আমি জমিটি ক্রয়ের পর জেলা পরিষদের ২/১ জনের সাথে যোগাযোগ করে ঘর নির্মান করেছি। জমিটিতে পজেশন ক্রেতারা হলেন, জয়ন্তিপুর গ্রামের মফিদুল ইসলাম, মিনু মিয়া, মন্টু লাল চৌহান, গোপীনাথপুর গ্রামের তারা মিয়া, আবদুল কাদের মিয়া, রিংকু, মজিবর রহমান, রানা মিয়া। নাম না প্রকাশের শর্তে কয়েকজন জানান, জেলা পরিষদ থেকে আমাদেরকে ইঙ্গিত দেয়ায় জমিতে দোকানঘর নির্মান করেছি। এ ছাড়াও জেলা পরিষদের এক নি¤œ কর্মচারী প্রতি সপ্তাহে অবৈধদখলকারীদের কাছে মোটা অংকের টাকা নিয়ে যায় মর্মেও অভিযোগ রয়েছে। সব জল্পনা কল্পনার অবসানঘটিয়ে গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার সঞ্জয় কুমার মহন্ত,রংপুর জেলা পরিষদের প্রকৌশলী সোহেল রানা অভিযান চালিয়ে জেলঅ পুিরষদের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করেন। জেলা পরিষদের সদস্য রিয়াজুল ইসলাম রনি,শহিদুল ইসলাম এ সময় তাদের সাথে ছিলেন।