দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলার ৪ নারীসহ ১৩ জনকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাওয়ায় তাদেরকে সংবর্ধনা দিয়েছে চিরিরবন্দর থানা পুলিশ। গত ১৬ জুলাই মঙ্গলবার দুপুর ১ টায় তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারেসুল ইসলাম।
১০০ টাকায় নিয়োগ প্রাপ্ত কনস্টেবলরা হলেন, উপজেলার খোচনা গ্রামের ইতি রায়, নওখৈর গ্রামের স্মৃতি রানী, পূর্ব সাইতাড়া মোছা: শারমিন সুলতানা, দক্ষিণ হযরতপুর গ্রামের ময়ুরী আক্তার, দগরবাড়ী গ্রামের মো: রেজাউল ইসলাম, ফতেজংপুর গ্রামের মো: হাসিন আরমান, উত্তর পলাশবাড়ী গ্রামের মো: রাবিকুল ইসলাম আরিফ, বড়গ্রামের ইমান আহম্মেদ, জোতসাতনালা গ্রামের রিপুন জয়, রানীপুর গ্রামের পরিতোষ শীল, গোন্দল গ্রামের উত্তম কুমার রনায়, জোতসাতনালা গ্রামের মো: সামিউল ইসলাম, মহিষমারী গ্রামের মো: মিজানুর রহমানসহ তালিকা রয়েছেন।
এবিষয়ে চাকরী পাওয়া পুলিশ কনস্টেবলরা জানান, তার কখনও কল্পনা করতে পারেনি যে মাত্র ১০০ টাকায় তারা এইভাবে পুলিশের চাকরি পাবেন। এজন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট পুলিশ সুপার, এসপি, ডিআইজি কর্মকর্তাকে তারা গরীব মেধাবী ভ্যান চালক বিনা পয়সা তারা পুলিশে চাকরী দিয়েছে। পুলিশে চাকরী পেয়ে এলাকা আনন্দে ভরপুর হয়ে গেছে। নিষ্ঠা ও সততার সাথে এই সেবায় নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখবেন বলেও জানিয়েছেন।
চিরিরবন্দর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: হারেসুল ইসলাম জানান, এখানে যারা নিয়োগ পেয়েছেন তারা মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারের সন্তান। আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি যে, তারা যেন সততার সাথে ও নিষ্ঠার সাথে এই পোশাক গ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নিয়োগ পাওয়া ওই পুলিশ কনস্টেবলদের আতœীয়-স্বজনগণ উপস্থিত ছিলেন