সাফল্যেও ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। চলতি এইচ,এস,সি পরীক্ষায় বরিশাল ক্যাডেট কলেজ বরিশাল শিক্ষা র্বোডে শীষস্থান অধিকার করেছে। ৪৯জন শিক্ষার্থীও মধ্যে ৪৯জনই জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার শতভাগ। ভালো ফলাফলের জন্য ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল কাজী আনিসুজ্জামান,শিক্ষক মন্ডলী,ক্যাডেট,অভিভাবক ও অন্যান সকলকে অভিনন্দন জানিয়েছেন।