সারা দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ সাদিয়া রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে আজ থেকে আগামি ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালী, পোনা অবমুক্তকরণ, মাছের মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামি ২৩ জুলাই ২০১৯ইং মঙ্গলবার বিভিন্ন পর্যায়ে পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মাহবুব আলম, ফারজানা সরকার ও আমেনা আক্তার এবং অফিস সহকারী মো. মোশারফ হোসেন আকন্দসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদবৃন্দ উপস্থিত ছিলেন।