চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা আমানুল্লাহ খান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আতিকুল ইসলাম আজম, আসাদুল্লাহ আহমদ,আল মামুন বিশ্বাস, নাহিদ ইসলাম, দেলোয়ার হোসেন রনি, সারওয়ার জাহান সুমন,শহিদুল ইসলাম, নুর মোহাম্মদ, মনিরুল ইসলাম দোয়েল, হাসান আলী,এমরান আলী বাবু। সভায় ১৭-২৩ জুলাই আয়োজিত মৎস্য সপ্তাহে উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।