"মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি " এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমে ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন এর আয়োজনে প্রশাসক সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুর রউফ, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান, ডেইলি অবজারভার নরেশ মধু সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা মৎস্য চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এবং মৎস্য কর্মকর্তা তার সমাধানের আস্সার দেন।
সভা পাবনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।