আশাশুনি উপজেলার শীতলপুর কুলসুমিয়া এতিমখানা ও হাফেজীয়া মাদরাসায় হেফজ সম্পন্নকারী হাফেজদের পাগড়ী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বাদ জোহর মাদরাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক দেবাশীষ সরদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক হারুন অর রশিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন ও মাদরাসা প্রতিষ্ঠাতার পিতা আলহাজ¦ আঃ আজিজ সরদার। আশাশুনি প্রেস ক্লাবের সদস্য আঃ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক হাফেজ আবু সাইদ, প্রতিষ্ঠাতার পুত্র তাহিয়ান হোসাইন ত্বোহাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তরিকুল ইসলাম ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন হাফেজ ওছমান গনি। অনুষ্ঠানে হেফজ সম্পন্নকারী হাফেজ মুস্তাফিজুর রহমান, হাফেজ সাইদুর রহমান, হাফেজ শিহাব উদ্দিন, হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ ওছমান গনিকে পাগড়ী ও অন্যান্য উপহার তুলে দেন অতিথিবর্গ।