আশাশুনি উপজেলার কুল্যায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুল্যা গ্রামের বড় মসজিদ সংলগ্ন আম বাগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে এলাকার কৃষক কিষানীদের অংশগ্রহণে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপপরিচালক অরবিন্দু বিশ^াস। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আলহাজ¦ নূরুল ইসলাম, এসএপিপিও আবদুল গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুখদেব কুমার সাধু। উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পাট প্রদর্শনী কৃষক হাবিবুর রহমান তার পাট চাষের অভিজ্ঞতা ও ফলাফল সম্পর্কে আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু হোসাইন।