গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের তেতুইর টেকের জঙ্গল থেকে মঙ্গলবার দুপুরে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
নিহত যুবকের নাম বিপ্লব দাশ (৩০)। সে পাশ্ববর্তী ধনপুর জালাবোন্দ গ্রামের অসিনি দাশের ছেলে। বিপ্লব এলাকায় রিক্সা চালাতেন। তাঁর ৬ মাসের একটি শিশু সন্তান রয়েছে।
জানাযায়, বিপ্লব গত ৬/৭ দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও পরিবারের লোকজন তার কোন হদিস পায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন জঙ্গলে একটি গলিত লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরিবারের লোকজন এসে লাশের আকৃতি ও শার্ট প্যান্ট দেখে বিপ্লবের লাশ সনাক্ত করেন।
ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে বিপ্লবকে হত্যা করে ঘাতকরা তার লাশ জঙ্গলে ফেলে দেয়। এ এলাকার জঙ্গলে আগেও বেশ কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছিল বলে স্থানীয় লোকজন জানান।