রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বর আবারো মাইক্রোবাস সিন্ডিকেটের দখলে চলে গেছে। যেখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের গাড়ী রাখার কথা। কিন্তু ওই স্থানেই সিন্ডিকেটের মাইক্রেবাসগুলো দখল করে স্ট্যান্ড বানিয়েছে। হুমকি-ধামকির ভয়ে বাহিরে থেকে আসা গাড়ীর চালকরা কিছুই বলতে পারে না। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়ছে বিপাকে। এর আগে প্রশাসনের হস্তক্ষেপে ওই স্থানে কিছুদিন গাড়ী বন্ধ ছিল।
এ বিষয়ে হাসপাতালের স্টাফরা জানান, হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা ও পুলিশ বক্সের সাথে আর্থিক বিনিময়ে স্থানীয় প্রভাবশালী গাড়ীর চালকরা জরুরী বিভাগের সামনের এই চত্বরটি দখল করে নিজেদের মাইক্রোস্ট্যান্ড বানিয়েছে। তারা ভাড়াও নেয় অন্যান্য গাড়ীর থেকে তিন-পাঁচ গুণ। তারপরেও বাধ্য হয়ে রোগীর স্বজনরা তাদের গাড়ীতে যায়। অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসব মাইক্রোবাসের বেশীরভাগই এ্যাম্বুলেন্স নয়, কিন্তু রোগী বহনের জন্য তারা এ্যাম্বুলেন্স বলে চালিয়ে দেয়। এসব পরিবহনের অধিকাংশ গাড়ীতেই নেই জীবন রক্ষাকারী অক্সিজেনের ব্যবস্থা। কয়েকটিতে থাকলেও তার মধ্যে সচল থাকার সংখ্যা কম। লোক দেখানোর জন্য জীবন রক্ষাকারী অক্সিজেন রাখার নামে তারা রোগীদের সাথে প্রতারণা করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার মো. মাহবুবর রহমানের নির্দেশে একবছর আগে রামেক হাসপাতাল এলাকায় থাকা রোগী ও লাশবাহী মাইক্রোবাসগুলো হটিয়ে দেয়। পরে তিনি এখান থেকে বদলী হয়ে গেলে আবারো হাসপাতাল এলাকা দখল করে মাইক্রোবাস স্ট্যান্ড বানানো হয়েছে। যে সিন্ডিকেটের কারণে চিকিৎসা নিতে আসা রোগীবাহী গাড়ী রাখার জায়গা থাকেনা। আবার তাদের হাসপাতাল থেকে কোনো রোগী ও লাশ নিয়ে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কোন রোগী তাদের নির্ধারিত সেই গাড়ীতে যেতে চাইলে বা গাড়ীর চালক নিয়ে যেতে চাইলে হুমকি-ধামকি দেওয়া হয়। শুধু তাই নয় তাকে স্ট্যান্ডের খরচ বাবদ টাকা দিতে হয়। এ কারণে বাইরে থেকে আসা চালকরা কোনো ভাড়া নিয়ে যেতে পারেন না। এভাবে বছরের পর বছর চলে আসলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না। তারা রোগী ও লাশ জিম্মি করে নিজেদের গাড়ীতে যেতে বাধ্য করে। এছাড়াও অটোরিকশা চলাকরাও জায়গা দখল করে তাদের অটোরিকশা রাখে। অনেক সময় এসব অটোরিকশার জন্য রোগীবাহী গাড়ী ঢুকতে সমস্যা হয়, কখনো কখনো কয়েক মিনিট সময় লেগে যায় হাসপাতালের মেইনগেট দিয়ে প্রবেশ করতে।
সূত্র মতে, হাসপাতালের স্ট্যান্ডে বর্তমান সময়ে গাড়ী রাখতে পারার কারণে তারা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে লোক পাঠিয়ে রোগী মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। আর হাসপাতালে গেট পাশ সিস্টেমের কারণে খোদ রোগীর একাধিক স্বজন যেতে না পারলেও দালালরা ঠিকই ওয়ার্ডে প্রবেশ করতে পারে। এতকিছুর পরও এসব গাড়ী চালক ও চিহ্নিত দালালরা বহাল তব্যিয়তে তাদের কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রামেক হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগী ও লাশবাহী গাড়ীতে হাসপাতাল চত্বর ভর্তি রয়েছে। বাহিরে থেকে আসা রোগী বহনকারী গাড়ী সেখানে প্রবেশ করতে হিমসিম খাচ্ছে। আর চিহ্নিত গাড়ী সিন্ডিকেটের দালালরা সেখানে অবস্থান করছেন। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে না।
রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন খাইরুল বলেন, ‘আসার সময় আমরা নিজেদের গাড়ীতে এসেছিলাম। কিন্তু যাওয়ার সময় তারা আমাদের গাড়ীতে যেতে বাধা দেয়। গেলে তাদের স্ট্যান্ডের খরচ এমনকি সেই ভাড়া পর্যন্ত দেওয়ার দাবি করে।’
আরেক রোগীর স্বজন আশরাফুল বলেন, ‘পুঠিয়া যাবার জন্য সর্বোচ্চ দেড় হাজার টাকার ভাড়া হলেও স্ট্যান্ডের গাড়ী চালকরা সাড়ে ৩ হাজার টাকার কমে যেতে চাচ্ছেনা।’
অপর মৃত রোগীর স্বজন জামাল বলেন, ‘আমার রোগী মারা গেছে তাই গোদাগাড়ীতে নেওয়ার জন্য বললে তারা ভাড়া হিসাবে ৬ হাজার টাকা দাবি করছে। অথচ, এ দুরুত্বের জন্য অন্য মাইক্রোবাস সর্বোচ্চ দেড় হাজার টাকা ভাড়া নিবে। এখন কি করবো, বাধ্য হয়েই এই সিন্ডিকেটের গাড়ী নিতে হচ্ছে।
এ বিষয়ে রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতাল চত্বর থেকে রোগী ও লাশবাহী গাড়ী হঠিয়ে দেওয়ার খুব শিঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।’
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপির) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজপাড়া থানার ওসিকে নির্দেশ প্রদান করবো।’