বগুড়ায় ছেলে ধরা সন্দেহে আনিছুর রহমান (২৪)নামের এক যুবককে আটক করেছে বগুড়া রেল ওয়ে পুলিশ। গতকাল দুপুরে সূজন মিয়া (১২)নামের এক প্রতিবন্দি কিশোরকে পাচার করা সন্দেহে তাকে আটক করা হয়।
আটক আনিছুর রহমান গাইবান্ধা জেলার সাখাটিয়া ইউনিয়নের বশন্তপাড়া গ্রামের মৃত অছির আলীর পুত্র।
বগুড়া জিআরপি অফিসের এসআই কায়কোবাদ এ বিষয়ে জানান, গতকাল দুপুরে সোনাতলা উপজেলার শাহবাজপুর এলাকার রফিকুল ইসলাম এর প্রতিবন্দি ছেলে সূজন মিয়া (১২)কে নিয়ে দুপুরে সাড়ে ১২টার দিকে আটক আনিছুর দোলনচাঁপা ট্রেন যোগে বগুড়ায় আসে। এ সময় তারা ষ্টেশনে অবস্থান করা কালে স্থানীয় স্বাধীন নামের এক যুবক প্রতিবন্দি কিশোরকে চিনাতে পারে। এ সময় সে তার কাছে জানতে চায় তুই এখানে কার সাথে এসেছিস ? তখন সে জানায় কাজের কথা বলে তাকে ওই যুবক এখানে নিয়ে এসেছে।
এতে আটক যুবককে ছেলে ধরা কিংবা পাচারকারী হিসাবে তার যুবকের সন্দেহ হলে সে তাতে আটকানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে জিআরপি পুলিশ এসে প্রতিবন্দি কিশোরকে উদ্ধার ও আনিছুর রহমানকে আটক করে। এ সয়বাদ লেখা পর্যন্ত তাদের বগুড়া সদর থানা পুলিমের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি কর্মকর্তা এএসআই রোজীনা।