বগুড়ায় শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।বাগানের কাঁঠাল কিনতে এসে ওই ৭ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম(৪০) নামের ওই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী গ্রামে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা মধ্যপাড়ার মৃত ময়েন উদ্দিনের ছেলে। সে গ্রামে গ্রামে ভ্যান নিয়ে বাগানের কাঁঠাল ক্রয় করে এবং তা বিক্রি করে থাকে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, গতকাল দুপুর ১২ টার দিকে কাঁঠাল ব্যবসায়ী সাইফুল বগুড়া সদরের ঘোলাগাড়ী গ্রামে ঐ শিশুটির পিতার বাগান থেকে কাঁঠাল ক্রয় করে। এরপর সে নিজেই গাছে উঠে নির্দিষ্ট পরিমাণ কাঁঠাল গাছ থেকে নামিয়ে গাছের গোড়ায় জড়ো করে।
এ সময় শিশুটির মা তার দ্বিতীয় শ্রেণীতে পড়-য়া শিশু কন্যা(৭)কে কাঁঠালগুলো দেখতে পাঠিয়ে দেয়। ঐ শিশুটির সাতে আরো এক শিশু বাগানে যায়। শিশুটিকে একা পেয়ে সে কৌশলে তাকে গাছের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে তার বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এলে সে ভ্যান নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ অবস্থায় এলাকার লোকজন ধাওয়া করে সাইফুলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বগুড়া সদর থানার এসআই নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে শিশু ধর্ষণ চেষ্টাকারি সাইফুলকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) রেজাউল করিম রেজা ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম নামের ওই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।