কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বন্যার পানিতে নৌকা ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
মঙ্গলবার দুপুরে হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো রূপামণি (৮), হাসিবুর (৯), রুনা বেগম (৩২), সুমন (৮) ও রুকুমনি (৭)।আহতরা হলেন লাভলী বেগম (৪৫), রুমি বেগম (১৬) ও আয়শা সিদ্দিকা (৫)। তাদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।নৌকায় থাকা প্রত্যক্ষদর্শী রোকেয়া বেগম, রুবেল, লাভলী বেগম, এনামুল ফকির জানান, দুপুর আড়াইটার দিকে তারাসহ ২০/২৫ জন নারী-পুরুষ ও শিশুসহ নৌকা নিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া স্বজনদের বাড়ি দেখতে যাচ্ছিলেন।
ওই বাড়ির কাছাকাছি গেলে পানির তীব্র নৌকাটি তলিয়ে যায় বলে তারা জানান।