মুলাদীতে পূর্বশত্রুতার জেরধরে প্রায় আড়াইশ ফলদ গাছ কর্তন করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের কাজিরচর গ্রামের আঃ রব পাটোয়ারির ছেলে রানা পাটোয়ারির নেতৃত্বে ৫/৬জন দুস্কৃতকারী একই বাড়ির মৃত আদম আলী পাটোয়ারির ছেলে তোতা পাটোয়ারির আম, লিচু, কাঁঠাল গাছসহ আড়াইশত ফলের গাছ কেটে ফেলে। ওই দুস্কৃতকারীরা এর আগেও তোতা পাটোয়ারির গাছ কেটে ফেলেছিলো। জানাগেছে জমা-জমি নিয়ে দীর্ঘ দিন ধরে তোতা পাটোয়ারির সাথে একই বাড়ির রানা পাটোয়ারিদের বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরধরে গত ৫ জুলাই রানা পাটোয়ারি, পলাশ পাটোয়ারি, রাজিব পাটোয়ারির নেতৃত্বে ১০/১২ জনের একটি দল করাত, দা, কুড়াল, লাঠি-সোটা নিয়ে তোতা পাটোয়ারির বাড়িতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ওই ঘটনায় তোতা পাটোয়ারি বাদী হয়ে গত ১০ জুলাই রানা পাটোয়ারিসহ ১২জনকে আসামি করে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে পুনঃরায় গতকাল মঙ্গলবার ভোরে তোতা পাটোয়ারি বাড়িতে হামলা চালিয়ে ফলের গাছ কেটে ফেলে। এ সময় তোতা পাটোয়ারি বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে দা ও কুড়াল নিয়ে ধাওয়া করলে সে দৌড়ে প্রাণে রক্ষা পায়। এ ঘটনায় তোতা পাটোয়ারি বাদী হয়ে মঙ্গলবার বিকালে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন।