মুলাদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধণায় সিক্ত হলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠু। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান মিঠু খানকে সংবর্ধণা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সংবর্ধণা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস.এম কামাল পাশা। সংবর্ধণা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আমিনা খানম মুনমুন ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্যাদার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ জিয়াউল আহসান, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবীর, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা আ.লীগ সহসভাপতি দুলাল মাহমুদ মোল্লা, পৌর আ.লীগ সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, চরকালেখা ইউনিয়ন চেয়ারম্যান হাজ¦ী মোঃ মোহসীন উদ্দীন খান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সেলিম আহম্মেদ চৌকিদার, মুলাদী প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন সুমন, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ।