ছোট ভাইয়ের লাশ দেখে সহ্য করতে না পেরে বড় ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৮ ঘন্টার ব্যবধানে মৃত্যু বরণ করেছেন। হৃদয়গ্রাহী রেখেগেছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা এলাকায়। মঙ্গলবার যোহর বাদ দু’ভাইয়ের এক সাথে জানাজা শেষেপারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রথম ঘটনায় উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদেরসদস্য শামসুল হকের পিতা শের আলী মোড়ল ১৫ জুলাই সোমবার রাত ১.১৭ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এদিকে রাতেই ছোটভাই শের আলীর মৃত্যুর খবরে মারাতকভাবে ভেঙ্গে পড়েন মাত্র দু’বছরের বড় ভাই আবদুল কাদের মোড়ল । সকালে লাশের পাশে শোকে মূহ্যমান কাদের আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।মরহুম শের আলী মোড়ল মৃত্যুকালে স্ত্রীসহ চার পুত্র, দু’কন্য এবং বড় ভাই কাদের মোড়ল স্ত্রীসহ ৪ পুত্র ১ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম দু’ভাইয়ের জানাজা মঙ্গলবার যোহর নামাজ বাদ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে দু’ভাইয়ের এক সাথে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।