বেসরকারি উন্নয়ন সংস্থা রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)’র নির্বাহী পরিচালক মোঃ আলমাস আলী শেখ এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী, ক্ষমতার অপব্যবহার, চাকুরী’র নিয়ম-নীতি উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন প্রতারিত ওরা ১১জন।
গতকাল মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে দিনাজপুর শহরের কলেজ মোড়স্থ বেসরকারি উন্নয়ন সংস্থা রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)’র সাবেক প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রাজ্জাক (রাজু) প্রতারিত ওরা ১১জনের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন।
প্রতারনের শিকার আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, চাকুরী নিয়োগ ও পরবর্তী সময় জামানত হিসেবে অতিরিক্ত টাকা ও ফাঁকা চেক দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। তখন আব্দুর রাজ্জাক ৬০ হাজার টাকা এবং ১টি দুই লক্ষ টাকার চেক প্রাপকের নাম ও তারিখ বিহীন জোরপূর্বক স্বাক্ষর করে নেন নির্বাহী পরিচালক। উক্ত চেক না দিলে চাকুরী থাকবে না বলে বিভিন্ন সময় হুমকি প্রদান করেন। পরবর্তীতে আব্দুর রাজ্জাক ৬/৭/১৪ইং চাকুরী হতে অব্যাহতি দিয়ে তার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাড়পত্র গ্রহণ করেন। ছাড়পত্রে উক্ত ২ লক্ষ টাকার চেকটি ৩০/৭/১৪ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক ফেরৎ দেবেন বলে অঙ্গীকার করেন কিন্তু আব্দুর রাজ্জাককে হয়রানী ও নির্যাতন করার পূর্ব পরিকল্পীতভাবে জমাকৃত চেক ফেরৎ না দিয়ে আদালতে মামলা দায়ের করেন। অথচ তার বেতন-বোনাস, পিএফ, গ্রাজুয়েটি, ছুটির টাকা ও জামানতের টাকা ফেরৎ না দিয়ে হুমকি প্রদান করে উল্টো আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে চেকের মামলা দায়ের করেন।
নির্যাতিত ব্যক্তিরা হলেন, মোঃ আলমগীর, নিকলাস মুর্মু, আফরোজা বেগম, রুস্তম আলী, শরিফুল ইসলাম, শামীমা বেগম, রোকেয়া বেগম, অকি রায়, মনসুর আলী, নুরুন্নবী, জহিরুল ইসলামসহ আরো অনেকে তার নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।
প্রতারিত ওরা ১১জন প্রত্যেকেই ওই এনজিও’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে একই অভিযোগ করেন।