ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানে আজ একটি সাততলা আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপ ও অপসোনিন কোম্পানির দখল করা কয়েক বিঘা জায়গা দখলমুক্ত করেছে উচ্ছেদকারীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাড় কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদী দখল করতে দখলদাররা নানা ধরনের অপকৌশল করলেও কেউই পার পাবেননা।শক্তিশালি এক্সাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় নবনির্মিত সাততলা একটি ভবন। বিআইডব্লিউটিএর দাবি, বুড়িগঙ্গা নদীর সীমানা পিলারের মধ্যে অবৈধভাবে করা হয়েছে ভবনটি।
স্থানীয়রা জানান নদীর জায়গা দখল করা বিশাল এ ভবনটির মালিক কেরাণীগঞ্জের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিনের ভাই শফিউদ্দিন।চলমান অভিযানে এ পর্যন্ত নদীর জায়গা দখল করা প্রায় ৫ হাজার স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।