চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে বিক্ষুদ্ধ বিদ্যুৎ গ্রাহকরা। সোমবার রাত ১১ টার দিকে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে তারা। সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাট আশঙ্কাজনক ভাবে বেড়ে যাওয়ায় বিদ্যুৎ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে ওই প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গত ২ জুলাই একই দাবীতে একই কর্মসূচি পালন করে বিদ্যুৎ গ্রাহকরা। এ প্রসংঙ্গে নেসকোর নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, প্রায় ৩৮ বছর পুরোনো রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনটি একটু প্রাকৃতিক দূর্যোগ হলেই বিকল হয়ে পড়ে। গত সোমবার সন্ধ্যায় ঝড়বৃষ্টিতে গোবরাতলা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর একটি গাছ পড়লে ৭ টি পোলের তার ছিড়ে পড়ায় প্রায় ৭ ঘন্টা গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, আমনুরা থেকে নাচোল হয়ে রহনপুরের নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনটি চালু হলে বিদ্যুৎ গ্রাহকরা ভোগান্তি থেকে রক্ষা পাবেন। উল্লেখ্য,ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার বিদ্যুৎ গ্রাহককে চরম দুূর্ভোগ পোহাতে হচ্ছে।