সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, দূর্নীতি আমাদের পিছু ছাড়ছে না। দূর্নীতিই আমাদের পিছনে ফেলে দিচ্ছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও উন্নয়নে প্রধান বাধা হলো দূর্নীতি। দূর্নীতি হলো আমাদের সমাজের ক্যান্সার। দূর্নীতির মূলউৎপাটন করতে না পারলে উন্নয়ন তরান্নিত করা সম্ভব নয়। দূর্নীতি আমাদের সমাজকে ক্যান্সারের মতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাজউদ্দীন আহমদের এলাকায় দূর্নীতিবাজের কোন স্থান নেই। বঙ্গতাজের অর্জন যেন কেউ ম্লান করতে না পারে। দেশব্যাপী দূর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ এখন যথেষ্ট সোচ্চার হয়েছে। দূর্নীতিবাজদের বিরুদ্ধে শপথ নিতে হবে। আমরা দূর্নীতি করবো না, দূর্নীতিকে কোন স্থান দিবো না। তাজউদ্দীন আহমদের চালিকা শক্তি ছিল সাধারণ মানুষের মুক্তি, অন্যায়ের প্রতিবাদ। আমরা সবাই মিলে এমন একটি দেশ গড়বো, যেখানে ধনী-গরীবের সমান অধিকার থাকবে। কোন মানুষ কেউ কারো বাধা সৃষ্টি করবে না। অন্যায় ভাবে কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। তাজউদ্দীন আহমেদ মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছেন। তিনি ছিলেন নিবেদিত প্রাণ। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ প্রচার করতে হবে।
তিনি ১৬ জুলাই মঙ্গলবার বিকালে স্বাধীণ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় ১০ দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন পরবর্তি সমাবেশে উপর্যুক্ত বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে জন্মবার্ষিকীর কর্মসূচি উদ্বোধণ করেন।
পরে উপজেলা যুবলীগের উদ্যোগে সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের পরিচালনায় কাপাসিয়া পুরাতন ধান বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গতাজ পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আলহাজ¦ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, যুবলীগ নেতা ফরহাদ মোল্লা, আল আমীন শেখ, এম এ খালেক, ফকরুল প্রমূখ।