পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ কর্তৃক শেরপুর সদর উপজেলার বাবনার চরে পাটের নতুন জাত বিজেআরআই তোষা পাট- ৮ (রবি-১) এর উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাট গবেষক ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আইয়ুব খান। স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিজেআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আবুল বাশার। তিনি স্বাগত বক্তব্যকালে বলেন, বিজেআরআই এখন পর্যন্ত ৫০ টি পাট ও পাট জাতীয় ফসলের জাত উদ্ভাবন করেছেন। পাটের কোন অংশই অপ্রয়োজনীয় নয়। পাট শাক,আঁশ,রুপালি কাঠিসহ বহুবিধ পাট পণ্য হিসেবে পাটের কদর দিন দিন বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্ত্য রাখেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের সাবেক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ বাবুল হোসেন। তিনি বলেন, কৃষক কৃষাণী ভাই বোনদের নিজের বীজ নিজে করার ওপর গুরুত্ব দিতে হবে। এখন বাংলাদেশে পাট বীজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বীজ উৎপাদন বাড়ানো উপর গুরুত্ব আরোপ করেন। নতুন জাতটি সম্পর্কে যেন সবাই জানতে পারে সেজন্য কৃষক ভাইদের বেশি বেশি প্রচার করার জন্য আহবান জানান। পাটের নতুন জাতের ভূয়সী প্রশংসা করে এবং ওই জাতের পাট বীজ উৎপাদনের জন্য কৃষকদের আহবান জানিয়ে বিশেষ অতিথি শেরপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন বলেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট(বিজেআরআই) উদ্ভাবিত নতুন জাত বিজেআরআই তোষা পাট-৮ এর মাঠ প্রদর্শনী দেখে ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। সময় উপযোগী আরও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করবে বলে আশাবাদী। প্রধান অতিথি ডঃ মোঃ আইয়ুব খান বলেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জেনোম গবেষণার মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করেছেন। এই জাতটির বৈশিষ্ট্য হলো, অন্যান্য জাতের চেয়ে অধিক ফলনশীল (১৫-২৫%বেশি), রোগ ও মাকড় প্রতিরোধী, কম সময়ে (৯০-১০০ দিনে) কেটে আঁশ সংগ্রহ করা যায়। ওই জাতের উৎপাদন ক্ষমতা প্রায় প্রতি হেক্টরে ৩-৩.৫ টন। তিনি তার নিজ এলাকায় প্রদর্শনী দেওয়ার জন্য পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ কে ধন্যবাদ জানান এবং আগামি মৌসুমে যেন ঐ এলাকায় কিছু পাট বীজ বিতরণ করা হয় সেজন্য আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করেন। ওই জাতটি সম্প্রসারণ করা হলে পাটের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবে বলে বিশ্বাস করেন। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বোচ্চ সহযোগিতাও কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ আশরাফুল আলম। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন জাতের উত্তর উত্তর সফলতা কামনা করেন। মাঠ দিবস সফল করার জন্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপসহকারী কৃষি কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিব তালুকদার,সদর উপজেলা কৃষি অফিস, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আবুল বাশার। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।