পায়খানার মল জামায় দিয়ে দরিদ্র এক কৃষকের কষ্টের ৩০ হাজার টাকা পকেট কেটে নিয়েছে হুজরবেশী টুপি ওয়ালা এক পকেটমার। মঙ্গলবার সকাল ১১টায় সিংড়া পৌর শহরের গোল-ই-আফরোজ কলেজ মসজিদের সামনে এই টাকা খোয়া যাওয়ার ঘটনা ঘটে। পরে ওই কৃষক টাকা হারানোর শোকে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
টাকা খোয়া যাওয়া ওই বৃদ্ধ কৃষকের নাম মেছের আলী। সে সিংড়ার চলনবিলের ইটালী গ্রামের নিজ বাড়ি থেকে মেঝ মেয়ের দেয়া ৩০ হাজার টাকা সিংড়া পৌর শহরের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রাখতে আসছিল। ব্যাংকের সামনেই গোল-ই-আফরোজ কলেজ মসজিদের সামনে এক হুজুরবেশী টুপি ওয়ালা তার জামায় পায়খানা (মল) ভরিয়ে দেয়। এবং মসজিদের টিউবয়েলে ধুয়ে দেয়া কথা বলে পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে উধাও হয় পকেটমার। পরে ঘটনাস্থলে ছুটে আসেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর হুজুর বেশে কে বা কারা এই ধরণের ঘটনা ঘটিয়েছে তা সনাক্ত করতে ওই রাস্তায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।