প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রানা’র চত্বর অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুকুল হোসেনের সঞ্চনালয় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, আ.লীগ নেতা মখলেছুর রহমান, মোতাহার আলী, মোজাম্মেল হক, মুক্তার হোসেন বকুল, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, সুজন প্রামানিক, মোফাজ্জল হোসেন, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ, সাবেক ছাত্রলীগ নেতা আনন্দ কুমার, কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সারোয়ার হোসেন মিলন, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব, শহিদুল ইসলাম, আল-জাহিদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রোমান আহমেদ সোহাগ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পায়েল প্রমূখ।