বাঘারপাড়ায় আবার শুরু হতে যাচ্ছে গ্রাম ডাক্তারদের রিপ্রেসার্স ট্রেনিং। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত বিভিন্ন পর্যায়ে ডাক্তারগণ পর্যায় ক্রমে অংশ গ্রহণকারী গ্রাম ডাক্তারদের এই ট্রেনিং করাবেন। এ উপলক্ষ্যে গত ১০ জুলাই সকালে উপজেলার বিভিন্ন অঞ্চলের গ্রাম ডাক্তারদের স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে তলফ করা হয়। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি (আরএমপি) বাঘারপাড়া উপজেলার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার হাফিজুর জানান সম্প্রতি গ্রাম ডাক্তারদের চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষটি ও বেশ কিছু ডাক্তারের পেশাগত দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। এ ছাড়া সরকারের স্বাস্থ্য বিভাগের বিধি নিষেধ অমান্য করে নিয়ম বর্হিভূত কার্যক্রম চালাচ্ছেন এমন সব অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রাম ডাক্তারদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে এই রিফ্রেসার্স ট্রেনিং-এর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিগত ২০১৫ সালে একবার এই উপজেলায় গ্রাম ডাক্তারদেরকে রিফ্রেসার্স ট্রেনিং দেওয়া হয়েছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান বলেন যেহেতু স্বাস্থ্য বিভাগের নির্দেশনা রয়েছে সেহেতু তারা এই রিফ্রেসার্স ট্রেনিং পাবে। খোঁজ নিয়ে জানা যায় এই উপজেলায় প্রায় এক হাজার গ্রাম ডাক্তার রয়েছে। গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের বিভিন্ন রোগ ব্যাধির সার্বিক প্রাথমিক সেবা প্রদানের ক্ষেত্রে গ্রাম ডাক্তারদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেসার্স ট্রেনিং-এর প্রয়োজন রয়েছে।