জন সাধারণের দীর্ঘ ভোগান্তির পর অবশেষে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের সেই জন দূর্ভোগ পূর্ণ রাস্তাটি পাকা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ঠ কর্র্তৃপক্ষ তাদের কার্যক্রম শুরু করেছেন। সূত্রে জানাই উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর বাগডাঙ্গা বাজার হতে উত্তরে ১০৯০ মিটার এবং বসুয়াড়ী বকরি বাজার থেকে ভিটাবল্যা ১০৯৪ মিটার মোট ২১৮৪ মিটার রাস্তা পাকা করণের জন্য বাজেট দেওয়া হয় ২ কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার তিনশত চল্লিশ টাকা। যার টেন্ডার পায় মেসার্স বিশ্বজিৎ কনষ্ট্রাকশন। রাস্তাটির কাজের দায়িত্ব পেয়েছেন মেসার্স এস,আর এন্টারপ্রাইজ। রাস্তাটি সম্পর্কে পথচারীদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন দীর্ঘ বছর ধরে আমরা এই রাস্তায় চলতে গিয়ে সীমাহীন কষ্ট ভোগ করেছি। মাত্র ১ কিঃমিঃ রাস্তার জন্য কোন প্রকার যাত্রী পরিবহন না পেয়ে পুরো রাস্তা হেটেই যেতে হয়েছে। অবশেষে রাস্তাটি পাকা হচ্ছে দেখে আনন্দিত হচ্ছি। বিশেষজ্ঞদের মতে ঘুনী চাড়াভিটা সংযোগ সড়কটি জন সাধারণ ও যাত্রী পরিবহন চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই রাস্তাটি পুরোপুরি সংস্কার হলে বাঘারপাড়া, আড়পাড়া, শালিকা মাগুরা অঞ্চলের যাত্রী সাধারণ ও মালামালবাহী যানবহন গুলোর ক্ষেত্রে খুলনার সাথে যোগাযোগ সহজ হবে।