রাজশাহীর মোহনপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কলেজছাত্রর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কলেজছাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছেন। আজ বুধবার তার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। ফল প্রকাশের আগের দিন বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানায় ইউডি মামলা হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, বাগমারা উপজেলার কাচারিপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মইনুল ইসলাম (১৮) রড মিস্ত্রির কাজ করা জন্য মোহনপুর উপজেলার বাদেজুল গ্রামের হাবিবুর রহমানের ছেলে শহিদুল ইসলামের বাড়িতে আসেন। গতকাল মঙ্গলবার বিদ্যুৎতের সংযোগ দিয়ে লোহার রড কাটছিলেন। দুপুর ১২ টার সময় বিদ্যুৎতের সংযোগ সুইচ থেকে খুলতে গেলে বাম হাতে সাথে বিদ্যুৎতের তার জড়িয়ে পড়ে। আহত অবস্থায় মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত কলেজছাত্রর বাম হাতে আঘাতের চিহৃ রয়েছে। নিহত কলেজছাত্র লেখাপড়ার পাশাপাশি রড মিস্ত্রির কাজ করতেন। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছে পুলিশ।