জেলার হিজলা উপজেলার হরিনাথপুর-মৌলভিরহাট সড়কের কামারকালী ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে সুমি আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি উপজেলার মেমানিয়া গ্রামের বাসিন্দা বাবুল রাঢ়ীর কন্যা।
হিজলা থানার এসআই শাহজাহান জানান, নিহত শিশুর মা রেশমা বেগম সুমিকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এরইমধ্যে উপজেলার কামারখালী ব্রিজের কাছে অটোরিকশাটি পৌঁছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি অটোরিকশা দেখে তাদের বহনকারী রিকশাটি হার্ড ব্রেক করে। এতে মায়ের কোলে থাকা শিশু সুমি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।