গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ছয়জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন দ্বিতীয় আমলী আদালতের বিচারক আনিচুর রহমান তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও খোকন চন্দ্র। আসামিরা হলেন, পুলিশ সদস্য বেল্লাল হোসেন, আনিসুর রহমান মৃধা, মোঃ ইলিয়াস এবং তাদের সহযোগী সুজন চন্দ্র শীল, শিরিনা সুলতানা ও সুবর্ণা আক্তার।
আদালত সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন যাবত নিজেদের ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। এর আগে সোমবার প্রতারণার সময় বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন তাদেরকে আটক করেন।