যশোরে মাদক মামলায় দু’ব্যক্তির এক বছরের সশ্রম কারাদ- ও পাঁচ’শ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলো, যশোর শহরের চাঁচড়া তুলাতলা এলাকার মৃত নাসির মোল্যার ছেলে সেকেন্দোর আলী ও সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত রকিব উদ্দিনের মেয়ে আনোয়ারা বেগম।
সোমবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ সাজা দেন। এর আগে ২০০৮ সালের ২৩ এপ্রিল আসামিদের দড়াটানা এলাকা থেকে পুলিশ আটক করে। এ সময় সেকেন্দার আলীর কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল ও অপর আসামি আনোয়ারার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানার এস আই কামাল হোসেন বাদী হয়ে আসমিদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় সোমবার আদালত কারাদ- প্রদান করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।