বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন মহল্লা থেকে ১৭০টি ইয়াবা ট্যাবলেট’সহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তিন মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শামসুল আলম জানান, সোমবার রাতে সান্তাহার শহরের পশ্চিম লোকো কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১২০টি ইয়াবা ট্যাবলেট’সহ মনি সরদার (৩০) ও তার স্ত্রী আয়মা খাতুনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মঙ্গলবার ভোরে শহরের মালশন মহল্লা থেকে ৫০টি ইয়াবা সহ শরিফুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে পরিদর্শক শামসুল আলম বাদি হয়ে তিন জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, তিন মাদক ব্যবসায়িকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।