যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী মামলার অন্যতম স্বাক্ষী ও দৈনিক জনকন্ঠ পত্রিকার বগুড়ার সান্তাহার প্রতিনিধি মো: হারেজুজ্জামান হারেজ সান্তাহার শহরের মালশন চাতরার পাড় এলাকার বাড়িতে শুক্রবার বিকেলে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে একটি ল্যাপটপ ও নগদ টাকা সহ প্রায় ১ লাখ টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে। এ সময় সাংবাদিক হারেজুজ্জামান হারেজ ও তাঁর পরিবারের কোন সদস্য বাড়িতে ছিলেন না। এ ঘটনায় আদমদীঘি থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার ৫দিন অতিবাহিত হলেও এ পর্যন্ত থানা পুলিশ কোন চোর কে সনাক্ত কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি। পুলিশের ব্যর্থতায় সাংবাদিকদের মাঝে চরম সংশয় ও হতাশা দেখা দিয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক জানান এই ঘটনায় ৩ জন কে আটক করা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাবাদের জন্য বগুড়া আদালতে আবেদন করা হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্থ সাংবাদিক হারেজুজ্জামান হারেজ জানান, যে তিন জনকে আটক করা হয়েছে তারা সকলেই অন্য মামলায় আসামী। পুলিশ তাদেরকেই আমার মামলা বলে চালিয়ে দিচ্ছে। এ নিয়ে তার মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক হারেজুজ্জামান হারেজ আরোও বলেন, তিনি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক বিএনপি দলীয় সাংসদ ও যুদ্ধপরাধ মামলার আসামি আবদুল মোমিন তালুকদার খোকার যুদ্ধপরাধ মামলার একজন স্বাক্ষী। তাঁর কাছে আবদুল মোমিন তালুকদারের যুদ্ধপরাধের বিভিন্ন তথ্য প্রমান ছিল, যা তাঁর চুরি হয়ে যাওয়া ল্যাপটপে সংরক্ষিত ছিল। তিনি ল্যাপটপসহ অন্যন্যা মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহয়তা কামনা করেছেন।