তাড়াইলে পানিতে ডুবে আলী উসমান (২০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সে উপজেলার সেকান্দরনগর হালুয়াপড়া গ্রামের মোঃ আশক আলীর পূত্র। পারিবারিক সুত্রে জানা গেছে, আলী উসমান গত রবিবার, ভোর রাতে পার্শ্ববর্তী সুনাই বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ীর লোকজন খোঁজা খুঁজির পর গতকাল মঙ্গলবার সকালে ওই বিলে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।