নওগাঁর মান্দায় মঙ্গলবার দুপুরে নারী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মান্দা থানা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার আলী মন্ডল, মান্দা চেয়ারম্যান ফোরামের সভাপতি আবদুল আলিম, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার।
পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, সমাজে বাল্য বিয়ের প্রবনতা বেড়েই চলেছে। একই সঙ্গে বেড়েছে মাদক ও ইভটিজিং এর প্রবনতাও। এসব প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনির পাশাপাশি পুরুষরাও সাহসী ভূমিকা পালন করছে। কিন্তু পুরুষদের একার সমাজে পরিবর্তন আনা সম্ভব নয়। এক্ষেত্রে নারীদেরও এগিয়ে আসতে হবে। অচিরেই মান্দা উপজেলাতে নারী কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।