খুলনার কয়রায় রজব ঢালী ও নজরুল ইসলাম সানা হত্যা মামলার ৪ আসামীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। গতকাল ১৬ জুলাই দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ বুলবুল আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক মোল্যা লুৎফর রহমান জানান, ২ টি হত্যামার ৪ জন আসামীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ টি মামলার শুনানী শেষে নজরুল ইসলাম সানা হত্যা মামলার আসামি দবিরউদ্দিন কে তিন দিনের রিমান্ড ও রজব আলী ঢালী হত্যা মামলার রুবেল, আবজাল ও রিয়াল কে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।