দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আদিবাসীদের আর্থ সামাজিক উন্নয়নে মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচী-ইনডেজিনাস প্রকল্পের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমন্বিত উন্নয়স কর্মসূচি- ইনডেজিনাস প্রকল্পের জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দিনাজপুর জেলার উপপরিচালক মোঃ রাজিউর রহমান, নবাবগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) শামসুল আলম, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ প্রমুখ। সভায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজন, ছাত্র, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।