কাজের সন্ধানে বেরিয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলে মারা গেছে। এ সময় আহত হয়েছে আরোও ৩জন। নিহত দুই শ্রমিক হলো বাবা নুর ইসলাম মৃধা(৭০) ও তার ছেলে খাইরুল ইসলাম(৪২)। তাদের বাড়ি পাবনা জেলার চাটমহোর উপজেলায় বলে জানা গেছে। তারা দুজন সহ ৫জন শ্রমিক শৈলকুপার আনন্দনগর গ্রামের মাঠে ধান ক্ষেতে কাজ করার সময় গতকাল (মঙ্গলবার) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন ঘটনাস্থলেই বজ্রপাতে বাবা ও ছেলে মারা যায়। এ সময় আরো ৩জন আহত হয়েছে। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতরা হলো পাবনার চাটমোহর উপজেলার নিজাম উদ্দিন(৬৮), শৈলকুপার উপজেলার আনন্দনগর গ্রামের দামি মালিথা(৫০) ও তার ভাতিজা সাব্বির আহমেদ(১৬)।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন নিহত দুজন বাবা ও ছেলে। তারা শ্রমিকের কাজ করতে শৈলকুপা আনন্দনগর গ্রামে এসেছিল। ধানক্ষেতে বজ্রপাতে ২জনেই মারা গেছে।