ঝিনাইদহের হরিণাকু-ুতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, হরিণাকু-ু থানার প্রতিনিধি এস.আই জিয়া, ইউ,পি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, ফজলুর রহমান, গোলাম মোস্তফা, হরিণাকু-ু প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ উপস্থিত ছিলেন।