বরিশালের উজিরপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রাম থেকে সোমবার দুপুরে অর্ধশত পিস ইয়াবাসহ ইউপি সদস্য ফরিদ মৃধার ভাতিজা টিপু মৃধা (৩০) নামের এক মাদক ব্যবসায়ি যুবককে গ্রেফতার করেছে পুলিশ।। সেকেন্দার মৃধার ছেলে
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে থানা পুলিশ মাদক বিক্রেতা টিপু মৃধার বাড়িতে অভিযান চালায়। পরে তার দেহ তল্লাশি করে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত টিপুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি টিপুকে মঙ্গলবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তাছাড়া দীর্ঘদিন ধরেই টিপু ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলো। স্থানীয়রা জানিয়েছে, গত কয়েকমাস আগে পুলিশের একটি গোয়েন্দা শাখার সদস্যরা শিকারপুর খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এই মাদক বিক্রেতা টিপুকে আটক করতে এসেছিলো। সেই সময় এই টিপু ও তার সহযোগীরা ওই পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।