বরিশালের আগৈলঝাড়ায় তিনশত পরিবারের যাতায়াতের একমাত্র মাটির রাস্তাটি রাতের আধাঁরে কেঁটে দিয়েছে প্রভাবশালীরা। এ ঘটনায় এলাকার সাধারণ লোকজনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে স্থানয়ী লোকজন দিয়ে কাঁটা রাস্তাটি ভরাট করে দিয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী মৃনাল জয়ধর, সাধন বাড়ৈ ও স্বর্বেশ্বর জয়ধর জানান, উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর সরবাড়ী গ্রামের তিনশত পরিবারের লোকজন দীর্ঘ ৩০বছর ধরে যাতায়াত করে আসছিলাম এই রাস্তাটি দিয়ে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত লোকজন যাতায়াতের ফলে অধিকার বাড়ির অসুতোষ ও বাবুল অধিকারীর গাছ পালার ক্ষতি সাধণ করে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে ৩০বছর পূর্বের একমাত্র চলাচলের মাটির রাস্তাটি সোমবার গভীর রাতে অসুতোষ ও বাবুল অধিকারীর নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন রাস্তাটি কেঁটে দেয়। এতে উত্তর সরবাড়ি গ্রামের প্রায় তিনশত পরিবারের স্কুল, কলেজে আসা শিক্ষার্থী ও সাধারণ লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগের পর আমি ঘটনাস্থলে গিয়ে কাঁটা রাস্তাটি স্থানীয় লোকজন দিয়ে ভরাট করে দিয়েছি। আগামীতে উত্তর সরবাড়ি গ্রামের লোকজনের যাতায়াতের জন্য বিকল্প একটি অধাপাকা রাস্তা তৈয়রী করে দেয়া হবে।