গরীব মেয়ের বিয়ে, যুবকদের বিদেশ যাত্রা, চিকিৎসা কিংবা চাকুরীতে যোগদানের সময় সর্বাত্মক সহযোগিতা করেন। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং সামাজিক সংগঠনেও আর্থিক সহযোগিতা করে তৃপ্তিবোধ করেন। মানুষের সাথে ব্যবহারে অহংকারও নেই। প্রচার বিমূখ। তবে মানুষের কল্যাণে ভাল ভাল কাজ করতে চান। সময়ও দেন। মানুষের বিপদে ছুটে যাওয়া যেন তাঁর নেশা। হ্যাঁ, এমন ধরণের জনপ্রিয় মানুষটি হচ্ছেন সাহাব উদ্দিন। যিনি হালিশহরের বন্দর নগরী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে অনেকের কাছে পরিচিত। অনেকটা মিষ্টি ভাষার অধিকারী সাহাব উদ্দিন। যাকে নিয়ে ওই সমিতির সদস্যরা অনেক বড় স্বপ্নও দেখছেন। হালিশহরের সাধারণ মানুষের কাছে অতি প্রিয় এই সাহাব উদ্দিন গত দুই যুগ ধরে সামাজিক বিভিন্ন কর্মকা- চালিয়ে যাচ্ছেন। ফলে তিনি স্বীকৃতি স্বরূপ বেশকিছু সম্মাননা পদকও পেয়েছেন।
নিজ জন্মভূমি নোয়াখালীর সেনবাগে এলাকাভিত্তিক মানুষকে সহযোগিতা করেন তিনি। এসব কারণে শান্তপ্রিয় মানুষগুলোর কাছে ‘গরীবের বন্ধু সাহাব উদ্দিন’ নামেই বেশি খ্যাতি পাচ্ছেন। তিনি জীবনে কারও ক্ষতি করেননি। বরং মানুষকে ভালবেসে চট্টগ্রামে নিজের ব্যবসার কষ্টের টাকা ব্যয় করেন মানুষের জন্য। মাদক, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধে তিনি কাজ করছেন। ফলে তাঁর সুখ্যাতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানুষের যে কোন সমস্যা হলে সেনবাগে নিজ এলাকায় তিনি ছুটে যান। সেনবাগের স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সাহাব উদ্দিনের সু-সম্পর্ক রয়েছে। নিজের সততা, কঠোর পরিশ্রম এবং মনোবল থাকলে যে কোন বাধাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যায়; এমনটাই বিশ্বাস করেন তিনি।
শুধুমাত্র মানুষকে ভালবেসে আরো এগিয়ে যেতে চান তিনি। আবার বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী এবং এমপির সাথে তাঁর সু-সম্পর্কের কথা এলাকার অনেকেই জানেন। উপজেলা এবং পৌরসভার বেশিরভাগ সরকার দলীয় নেতৃবৃন্দ সাহাব উদ্দিনকে পছন্দ করেন। একইভাবে চট্টগ্রাম শহরেও তিনি সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত আছেন বহুদিন। বন্দর নগরী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই সমিতির থেমে যাওয়া উন্নয়ন কাজ আবারও পুরো দমে শুরু হয়। সমিতির সদস্যরা আলোর পথ দেখতে পায়। দ্রুত গতিতে এখন সমিতির ভবনের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। যারা বকেয়া কিস্তি পরিশোধ করেননি; তারা কিস্তি পরিশোধ করে তাদের নামে বরাদ্ধকৃত দোকান/ফ্ল্যাট বুঝে নেওয়ার জন্য সাহাব উদ্দিন একাধিকবার অনুরোধ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাহাব উদ্দিনের কারণেই ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে সবাই খুশি।
তিনি চট্টগ্রামস্থ নোয়াখালী জেলা সমিতির সাবেক অর্থ সম্পাদক, চট্টগ্রামস্থ সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাড়াও দেশ-বিদেশের একাধিক সেবামূলক সংগঠনের সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। হালিশহরের আমজনতার মতে- সাহাব উদ্দিন আগামীতে জনপ্রতিনিধি নির্বাচিত হলে অনেক হত দরিদ্র মানুষেরই স্বপ্ন বাস্তবায়ন হতো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাহাব উদ্দিন বলেন, পরের দুঃখ নিয়ে যারা চিন্তা করেন; তখন তাদের নিজেদের দুঃখ বলে কিছু থাকেনা। আমি অতীতে সাধারণ মানুষের যেভাবে পাশে ছিলাম, সামনেও থাকবো। যতই বাধা আসুক, মানুষের জন্য তথা সমিতির জন্য কাজ করবো ইনশাআল্লাহ। যারা সন্ত্রাস করে তারা কখনো জনগণের বন্ধু হতে পারেনা। আমি সন্ত্রাস ও দুর্নীতিকে ঘৃণা করি। এজন্য মানুষও আমাকে খুব ভালবাসেন। তাই মানুষের হৃদয়ের টানে বার বার এলাকায় ছুটে যাই। শীর্ষ অনলাইন সংবাদ সংস্থা এফএনএস টুয়েন্টিফোরের মাধ্যমে ভাল কাজ করার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।