চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির সহকারীর ‘পাস’ ইস্যুতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য বন্দরের আশপাশের এলাকায় দীর্ঘ যানজট অব্যাহত আছে। এতে ওই সড়কে নিত্যদিন মানুষজন যাতায়াতে পড়ছেন দুর্ভোগে। ব্যবসায়ীদের অভিযোগ-বন্দরের সামনে এভাবে যানজট চলতে থাকলে দেশের আমদানি ও রফতানিতে ধস নেমে আসবে। তাছাড়া ব্যবসা-বাণিজ্যের চরম ক্ষতি হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেবেন বলে আশাবাদী ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের আগ্রাবাদ থেকে বারিকবিল্ডিং, ফকিরহাট, নিমতলা, পিসি রোড, টোল রোড, বড়পুল, হালিশহর, কাস্টম মোড়, সল্টগোলা ও ইপিজেডসহ বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজট প্রতিনিয়ত তৈরী হচ্ছে। প্রকৃতপক্ষে বন্দর কেন্দ্রিক নিকটস্থ পণ্যবাহী গাড়ির প্রয়োজনীয় টার্মিনালও নেই। এজন্য সিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃপক্ষ সড়কের ওপর সারি সারি দাঁড়িয়ে থাকা হাজার হাজার পণ্যবাহী গাড়ি সামলাতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। কিন্তু সুফল পাচ্ছেন না।
ওদিকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে নিরাপত্তার স্বার্থে আমদানি-রফতানির পণ্য, কনটেইনার পরিবহনে নিয়োজিত গাড়ির চালক ও সহকারীর ‘পাস’ ইস্যুতে ডকুমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে চালকের ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র এবং সহকারীর জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ। দুই মাস ধরে এসব নিয়মে সব পণ্যবাহী গাড়ি পাস সংগ্রহ চলছে। তবে একটি দালাল চক্র জলাবদ্ধতা এবং সড়ক সংস্কার ইস্যুতে বিমানবন্দর সড়কের যানজটকে পুঁজি করে বন্দরের পণ্যবাহী গাড়ির সহকারীর পাস ইস্যুর বিষয়টি প্রচার করছে। এ নিয়ে প্রায়ই বাকবিতন্ডা চলছে চালকদের সাথে। বন্দরের বাইরের সড়কে যানজট হচ্ছে ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে।
কারণ; বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে বৃষ্টিতেই। আবার রং সাইডে গাড়ি চালানোর প্রবণতাতো আছেই। তবে অনেকেরই মতে, বন্দরের সামনে এভাবে চলতে থাকলে দেশের আমদানি ও রফতানিতে ধস নেমে আসছে। তাছাড়া ব্যবসা-বাণিজ্যেও চরম ক্ষতি হবে। আবার বিমানবন্দরে হাতেগোনা যে কয়েকটি ফ্লাইট আছে সেগুলোরও শিডিউল বিপর্যয় ঘটতে পারে। যানজট প্রসঙ্গে বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যম কর্মীদের বলেন, বন্দরের বাইরের সড়কটি সিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা দেখছেন। গেটে গাড়ি আসলে পাস নিয়ে ঢুকে যাচ্ছে। আর গাইডলাইন অনুযায়ী ডকুমেন্ট পাওয়া না গেলে সেটি ফেরাতে সময় নষ্ট হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। যানজট দেখবেন ট্রাফিক বিভাগের দায়িত্বরা।