কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় বানের পানি বৃদ্ধি পেয়ে উপজেলা শহরের সকল অফিস আদালত,রাজিবপুর হাট-বাজার ও আবাসিক এলাকায় পানি প্রবেশ করে রাস্তা ঘাট ডুবে গেছে। অধিকাংশ ভবনের নিচের তলায় পানি উঠেছে। ফলে উপজেলা পরিষদ ভবনসহ পুরো এলাকা ৩/৫ ফুট পানির নিচে ভাসছে। এ ছাড়া উপজেলা খাদ্য গুদামে পানি প্রবেশ করে ভবনের মেঝেতে পানি ছুঁই ছুঁই করছে। এ ছাড়া জাউনিয়ার চর উচ্চবিদ্যালয়ের ফ্লাড সেন্টারটির ভিতরে ১ফিট পানি উঠেছে,রাজিবপুর বালিকা উচ্চবিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোমড় পানি থেকে গলা পানিতে ভাসছে। প্রধান প্রধান সড়ক ছাড়া সকল পাকা- আধা-পাকা ও কাচাঁ সড়ক পানিতে তলিয়ে যাওয়ার এলাকাবাসী শহরে যেতে পাছেনা। উপজেলা প্রকল্প কর্মকর্তা আজিজুর রহমান জানিয়েছেন, উপজেলার ৩ ইউনিয়নের জন্য ১৮ মেট্রিক টন জিআরের চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্ধ পেয়েছেন তা বন্যার্তদের মাঝে বিতরণ চলছে এবং মঙ্গলবার আরও ২০ মেট্রিকটন জিআরের চাল ও নগদ ২৫ হাজার টাকা বরাদ্ধ দিয়েছে সরকার। রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো জানান ,তার উপজেলার ৯০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। গত কয়েক দিনে প্রায় ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যে হারে সরকার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বরাদ্ধ দিয়েছেন তা অতি নগন্ন।তাই সরকারের পাশাপাশি বৃত্তবান ও বে-সরকারি সংস্থাকে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য আহবান জানিয়েছেন।